ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার আর অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার শেন ওয়ার্নের ‘অল স্টারস’ সিরিজের তিনটি ম্যাচে মাঠে নামবেন আরও ২৮ জন গ্রেট ক্রিকেটার। ০৭ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বাকি ২৮ জন সাবেক ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে।
টেন্ডুলকারের দলের নামকরণ করা হয়েছে ‘শচীনস ব্লাস্টার্স’ আর শেন ওয়ার্নের দলের নাম ঠিক করা হয়েছে ‘ওয়ার্নস ওয়ারিয়র্স’। ৩০ জন ক্রিকেট গ্রেটকে নিয়ে আমেরিকার তিনটি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসি প্রস্তাবিত নতুন ক্রিকেট লিগকে সবুজ-সংকেত দিয়েছে।
টেন্ডুলকার আর ওয়ার্নের মতো দুই কিংবদন্তির উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি লিগের এ টুর্নামেন্টটি আমেরিকানরা দেখতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। যা দেশটির ক্রিকেটের উন্নতিতে সহায়তা করবে বলে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন।
ভেন্যু হিসেবে থাকছে আমেরিকার তিনটি বেসবল স্টেডিয়াম। নিউইয়র্কের সিটি ফিল্ড, হাউস্টনের মিনিট মেইড পার্ক ও লস অ্যাঞ্জেলসের ডোজার স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৭, ১১ ও ১৪ নভেম্বর। প্রথম দুই ম্যাচ দিনের অালোয় হলেও ৫৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ডোজার স্টেডিয়ামের তৃতীয় ম্যাচটি ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।
শচীন-ওয়ার্ন ছাড়াও রিকি পন্টিং, ব্রায়ান লারা, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, জন্টি রোডস ও মাইকেল ভনের মতো কিংবদন্তি ক্রিকেটাররা এ আসরে অংশ নেবেন। টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আটটি টেস্ট খেলুড়ে দেশের সাবেক ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের কোনো ক্রিকেটার এ তালিকায় নেই।
আটটি টেস্ট খেলুড়ে দেশের সাবেক ক্রিকেটার:
ভারত: শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণ, অজিত আগারকার, বিরেন্দর শেওয়াগ এবং সামির দিঘী।
অস্ট্রেলিয়া: শেন ওয়ার্ন, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ড্রু সাইমন্ডস।
দক্ষিণ আফ্রিকা: জ্যাক ক্যালিস, শন পলক, ল্যান্স ক্লুজনার, জন্টি রোডস ও অ্যালান ডোনাল্ড।
ইংল্যান্ড: গ্রায়েম সোয়ান ও মাইকেল ভন।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালস ও কার্টলি অ্যাম্ব্রোস ও কার্ল হপার।
শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন ও মাহেলা জয়াবর্ধনে।
পাকিস্তান: ওয়াসিম আকরাম, শোয়েব অাখতার, সাকলাইন মুস্তাক ও মঈন খান।
নিউজিল্যান্ড: ড্যানিয়েল ভেট্টোরি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment