দলীয় প্রতীকে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন আয়োজনে অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়।
ডিসেম্বরে পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকায় সংশোধিত স্থানীয় সরকার আইনটি পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। পরে এটি সংসদে আইন আকারে পাস করানো হবে।
গত ১২ অক্টোবর দলীয়ভাবে নির্বাচনের বিধান রেখে মন্ত্রিসভা পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে পারবেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment