খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দু’টি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় এ আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সোমবার (২ নভেম্বর) বিকেলে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ৬০ নম্বর ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ জানান, খুলনার দু’টি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এর ৬০ নম্বর ধারা অনুযায়ী মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠি সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা দু’টি মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment