রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর বুধবার থেকে সরকারি নির্দেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন দেশে ফেসবুক ও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে।
তবে কারিগরি জ্ঞানসম্পন্ন অনেকেই দেশে প্রক্সি সাইট বা ভিপিএন সফটওয়্যারের সাহায্যে ফেসবুক ব্যবহার করছেন। কিন্তু এক্ষেত্রে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে বিভিন্ন ভিপিএন অ্যাড-অন্স দিয়ে দিয়ে বিকল্প উপায়ে ফেসবুক চালাতে গিয়ে অনেকেই বিপাকে পড়েছেন।
কেননা পরবর্তীতে আর কোনো কিছুই ব্রাউজ করা যায় না। ফেসবুক তো পরের কথা, ফায়ারফক্সের মাধ্যমে সব ধরনের ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রক্সি এরর দেখায়।
ভিপিএন অ্যাড-অন্স ফায়ারফক্স ব্রাউজার থেকে মুছে ফেলার পরও একই সমস্যা। এমনকি ফায়ারফক্স ব্রাউজারটি পিসি থেকে মুছে ফেলে নতুন করে ইনস্টল করার পরও কোনো সাইট ব্রাউজ করা যায় না। কেবল ‘দ্য প্রক্সি সার্ভার ইজ রিফিউজিং কানেকশন’ বার্তা প্রদর্শন করে!
এরকম সমস্যায় পড়লে যেটা করতে হবে তা হচ্ছে, প্রক্সি সেটিংস চেঞ্জ। জেনে নিন কীভাবে তা করবেন।
প্রথমে ব্রাউজারের সর্বডানে থাকা আইকনটিতে ক্লিক করে ‘অপশন’ আইকনটিতে ক্লিক করুন।
এবার ‘জেনারেল’ নামক একটি পেজ আসবে। এই পেজ থেকে ‘অ্যাডভান্সড’ অপশনটিতে ক্লিক করুন
এবার ‘নেটওয়ার্ক’ অপশনটিতে ক্লিক করার পর কানেকশন ‘সেটিংস’ অপশনটিতে ক্লিক করুন।
এবার ‘ইউজ সিস্টেম প্রক্সি সেটিংস’ অপশনটি নির্বাচন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ফের ব্রাউজ করতে পারবেন ফায়ারফক্স ব্রাউজার দিয়ে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment