প্রাথমিক-ইবতেদায়ি সমাপনীতে এ বছর গড় পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। তবে বিভাগ ভিত্তিক এ ফলে সবার চাইতে এগিয়ে আছে রাজশাহী। এ বিভাগের ৯৯ শতাংশ শিক্ষার্থীই পাস করেছে। সবচেয়ে কম সিলেটে ৯৬ দশমিক ৭৯।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের
হার রাজশাহীতে ৯৯ শতাংশ, ঢাকায় ৯৮.৭৪ শতাংশ, খুলনায় ৯৮.৯৭ শতাংশ,
চট্টগ্রামে ৯৮ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ৯৮.৩০ শতাংশ, সিলেটে ৯৬.৭৯ শতাংশ ও
রংপুরে ৯৮.৫৬ শতাংশ।
অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে পাসের
হার ঢাকায় ৯৪ দশমিক ২১ শতাংশ, রাজশাহীতে ৯৭ দশমিক ৮৮ শতাংশ, খুলনায় ৯৬
দশমিক ২২ শতাংশ, চট্টগ্রামে ৯৩ দশমিক ৯৩ শতাংশ, বরিশালে ৯৭ দশমিক ৮৫
শতাংশ, সিলেটে ৯০ দশমিক ০১ শতাংশ ও রংপুরে ৯৭ দশমিক ২১ শতাংশ।
এবার প্রাথমিকে মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯৮০ জন শিক্ষার্থী এবং ইবতেদায়িতে ৫ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment