১১তম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়ছে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের আরেক স্টেডিয়াম এম এ আজিজে লড়ছে ইংল্যান্ড ও ফিজি ক্রিকেট দল।
পুঁচকে ফিজি দলের বিপক্ষে বেশ ভালোই দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। টসে জিতে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়ছে তারা। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটিও এসেছে ইংল্যান্ড দলের ব্যাটসম্যানের থেকেই। ইংলিশ ব্যাটসম্যান ড্যান লরেন্স ১১তম যুব বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছেন।
বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করা ডানহাতি এ ওপেনার ১০৮ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। সেঞ্চুরি করতে কোনো ছয়ের মার না থাকলেও ১৪টি বাউন্ডারি মারেন লরেন্স। বিশ্বকাপে এটি লরেন্সের প্রথম ম্যাচ।
লরেন্সের পরই সেঞ্চুরি তুলে নেন আরেক ইংলিশ ব্যাটসম্যান জ্যাক বার্নহাম। ১১৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় সেঞ্চুরির স্বাদ নেন জ্যাক।
লরেন্স ইংলিশ কাউন্টিতে অ্যাসেক্স ও বার্নহাম ডরহাম দলে খেলে থাকেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment