অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ড্যান লরেন্স ও জ্যাক বার্নহাম। ১১তম আসরে বুধবার চট্টগ্রামে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে এ দুই ইংলিশ ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন।
আগের রেকর্ডটিও হয়েছিল বাংলাদেশে। ২০০৪ যুব বিশ্বকাপে ‘সি’ গ্র্রপের ম্যাচে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ও ব্রাড উইলসন স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ২৭৩ রান করেছিলেন। সাভারের বিকেএসপিতে ওই ম্যাচে ওয়াটলিং ১৫৪ ও ও উইলসন অপরাজিত ১৪৪ রান করেন।
১২ বছর পর সে রেকর্ডটি নিজেদের করে নিলেন লরেন্স ও বার্নহাম। লরেন্স ও বার্নহাম দুজনই সেঞ্চুরি তুলে নেন। ১১তম যুব বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান লরেন্স। ডানহাতি এ ব্যাটসম্যান সেঞ্চুরি তুলে নেওয়ার কিছুক্ষণ পরই বার্নহাম তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন।
বার্নহাম ১৩৭ বলে ১৯টি চার ও ৪টি ছক্কায় ১৪৮ রান করে ফিরলে ভাঙে রেকর্ড জুটি। আর লরেন্স ১৫০ বলে ২৫টি চার ও এক ছক্কায় ১৭৪ রান করেন। আর মাত্র ৩ রান করলেই যুব বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়তেন লরেন্স। ১৭৬ রান করে রেকর্ডটি দখলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোনাভান প্যাগন।
লরেন্স-বার্নহামের রেকর্ড জুটিতে ফিজির বিপক্ষে ৩ উইকেটে ৩৭১ রান তোলে ইংল্যান্ড।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment