এশিয়া কাপের বাছাইপর্ব-মূলপর্বের সূচি !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, February 16, 2016

এশিয়া কাপের বাছাইপর্ব-মূলপর্বের সূচি !!!!!

Responsive Ads Here

Broadcaster_news_1

আর মাত্র আট দিন। তারপরই শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। ২৪ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি দিয়েই পর্দা উঠবে জমজমাট এই আসরের। এর আগে অবশ্য ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচ। প্রথম দিন ফতুল্লায় মুখোমুখি হবে আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত।

এবারের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপের মূল আসরে মোট পাঁচ দল। সরাসরি অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই চার দলের সঙ্গে অপর দলটি যোগ দেবে বাছাইপর্ব উত্তীর্ণ হয়ে। ৬ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।  

বাছাইপর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর এশিয়া কাপের মূলপর্বের ম্যাচগুলো  অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবার একনজরে দেখে নেয়া যাক এশিয়া কাপের সূচি। 

 এশিয়া কাপের বাছাইপর্বের সূচি:
১৯ ফেব্রুয়ারি -  আফগানিস্তান বনাম আরব আমিরাত
১৯ ফেব্রুয়ারি -  হংকং বনাম ওমান
২০ ফেব্রুয়ারি -  আফগানিস্তান বনাম ওমান
২১ ফেব্রুয়ারি -   হংকং বনাম আরব আমিরাত
২২ ফেব্রুয়ারি -  আফগানিস্তান বনাম হংকং
২২ ফেব্রুয়ারি -  ওমান বনাম আরব আমিরাত

এশিয়া কাপের মূলপর্বের সূচি:
২৪ ফেব্রুয়ারি -ভারত বনাম বাংলাদেশ
২৫ ফেব্রুয়ারি - শ্রীলঙ্কা বনাম বাছাইপর্বের সেরা দল
২৬ ফেব্রুয়ারি -বাংলাদেশ বনাম বাছাইপর্বের সেরা দল
২৭ ফেব্রুয়ারি -ভারত বনাম পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি -বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৯ ফেব্রুয়ারি -পাকিস্তান বনাম বাছাইপর্বের সেরা দল
০১ মার্চ -ভারত বনাম শ্রীলঙ্কা
০২ মার্চ -বাংলাদেশ বনাম পাকিস্তান
০৩ মার্চ -ভারত বনাম বাছাইপর্বের সেরা দল
০৪ মার্চ -শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
০৬ মার্চ – ফাইনাল

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad