আগামী ৮ মার্চে ভারতে বসবে টি২০ বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। এই আসরে বাংলাদেশ পুরুষ দলের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। তবে এবারই প্রথম বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে জাহানারা-শুকতারারা। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের জার্সি স্পন্সর হয়েছে প্রসাধনী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কিউট’।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের
কনফারেন্স রুমে বাংলাদেশ নারী দলের জার্সি স্পন্সর ঘোষণা করা হয়। পরে
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের হাতে জার্সি তুলে দেন
মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা কাজী নেওয়াজ
ইবনে মাহতাব। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির নারী ক্রিকেট উইংয়ের
চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন
চৌধুরী সুজন ও টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল।
জার্সি স্পন্সর অনুষ্ঠানে মৌসুমী
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা কাজ নেওয়াজ ইবনে
মাহতাব তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার
জন্য বিসিবিকে ধন্যবাদ। এটা মাত্র শুরু সামনে আরও ভালোভাবে ক্রিকেটের সঙ্গে
যুক্ত হওয়ার ইচ্ছে আমাদের আছে।’
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল
ইউনুস তার বক্তব্যে বলেন, ‘আমাদের নতুন অংশীদার হওয়ার জন্য কিউট
ব্র্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্পন্সর
প্রতিষ্ঠানের ভূমিকা অনেক।’
টি২০ বিশ্বকাপে ‘বি’গ্রুপে খেলবে বাংলাদেশ
নারী দল। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট
ইন্ডিজের মতো শক্তিশালী দল। ১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে
মুখোমুখি হবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপর ১৭ মার্চ ইংল্যান্ড, ২০
মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের
ম্যাচগুলোতে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment