তাসকিনের বোলিং অ্যাকশন শতভাগ নির্ভুল, পুরো বাংলাদেশের মত মাশরাফি বিন মুর্তজাও এমনটি বিশ্বাস করেন।
আইসিসির উপর পূর্ণ আস্থা রেখে মাশরাফি রোববার সংবাদ সম্মেলনে বলেন,‘আমিসহ আমার পুরো দল বিশ্বাস করে তাসকিনের বোলিং অ্যাকশন ঠিক আছে। আমরা বিসিবির সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি। বিসিবি যেভাবেই হোক আইসিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে। আইসিসি সবসময় তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে। সেক্ষেত্রে আশা করছি তাসকিন ন্যায্য বিচার পাবে।’
স্পিনার হওয়াতে আরাফাত সানীর নিষেধাজ্ঞার বিষয়টি মেনে নিয়েছেন মাশরাফি। কারণ স্পিনারদের একেক জনের বোলিং অ্যাকশন একেক রকম। খালি চোখে সব কিছু বিবেচনায় আনা যায় না।
দুজনকে বাদ দিয়ে পুরো দল নতুন করে সাজাতে হচ্ছে মাশরাফিকে। এতদিনের পথ চলায় দুজনকে বাদ দিয়ে চিন্তা করতে হবে বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে মাশরাফি।
এক প্রশ্নের উত্তরে আবেগজড়িত কন্ঠে মাশরাফি বলেন,‘আমাদের দলের মানসিক অবস্থা এ মুহুর্তে বেশি ভালো নেই। আমরা কিভাবে আছি তা এখন কেউ ফিল করতে পারছে না। তাসকিন বা সানির সঙ্গে আমরা শেষ সময়গুলো কিভাবে কাটিয়েছি… ওই ছেলেদের অনুভব আমরা ফিল করতে পারছি। জিনিসটা এখন চাইলেও ভুলে থাকা কঠিন। এখন এই বাস্তবতা মেনে নিয়ে মাঠে নামতে হবে।’
বিশ্বমঞ্চে এমন একটা সময়ে মাশরাফির ধাক্কা খেল যখন কোমড় সোঁজা করে দাড়ানো কঠিন। দুজন নিয়মিত খেলোয়াড়ের পরিবর্তে বাংলাদেশ দলকে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে। মাশরাফিসহ পুরো দলের জন্যে এটা কঠিন পরীক্ষা। সে বিষয়টিকে তুলে ধরে মাশরাফি বলেন,‘এমন একটা সময় আমরা ধাক্কা খেলাম যখন আমাদের অনেক কিছু ম্যানেজ করা কঠিন হয়ে পড়েছে।দুইজন খেলোয়াড়কে আমরা দুইদিন আগে পেলেও পরিকল্পনা করে ফেলতে পারতাম। সব সময় চেষ্টা থাকে ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা করতে। যে দুজন আমাদের সঙ্গে ভালো মানিয়ে নিতে পেরেছে তারাই আজ আমাদের সাথে নেই।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment