বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি আশিকি’র পরবর্তী সিনেমায় অভিনেতা হৃতিক রোশানের অভিনয়ের কথা থাকলেও শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত সিনেমাটিতে জুটি বাঁধছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট। এমনটাই আভাস দিয়েছেন পরিচালক-প্রযোজক মহেশ ভাট।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট বলেন, ‘আশিকি-থ্রি সিনেমাটি ভিসেস ফিল্মস এবং টি-সিরিজের একটি সফল ফ্র্যাঞ্চাইজি। মুহিত সুরি সিনেমাটির পরিচালক হিসেবে ফিরছেন।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটি নিয়ে কাজ চলছে। তবে সিনেমার গল্প অনুযায়ী আমরা সিদ্ধার্থ এবং আলিয়াকে প্রধান চরিত্রে নেওয়ার চিন্তা করেছি। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলছি না কারণ তারা এখনো চুক্তিবদ্ধ হননি।’
হানি সিংয়ের ‘ধীরে ধীরে সে’ মিউজিক ভিডিও প্রকাশের পর অনেকেই ধরে নিয়েছিলেন আশিকি-থ্রি সিনেমায় জুটি বাঁধবেন হৃতিক-সোনম। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে নাকচ করে দেন সোনম।
পরবর্তীতে সিনেমাটিতে কঙ্গনা রাণৌতকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। কিন্তু নির্মাতাদের সেই সিদ্ধান্তে বাদ সাধেন হৃতিক। জানান, তাকে সিনেমায় রাখতে হলে কঙ্গনাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে নির্মাতাদের।
নব্বইয়ের দশকে আশিকি সিনেমায় রাহুল রয় এবং আনু আগারওয়ালের প্রেমকাহিনি যুব সমাজের মধ্যে ভালো সাড়া ফেলেছিল। এরপর ২০১৩ সালে আশিকি-টু সিনেমা নিয়ে ফেরেন আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। এ সিনেমাটিও ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment