বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে দুর্নীতি অভিযোগের মামলা বাতিল চেয়ে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এ মামলার বিচার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
তিনি জানান, মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০০৭ সালের ১৫ জুলাই শাহবাগ থানায় দায়ের করা দুর্নীতির মামলাটির বিচার কার্যক্রম চলবে। এরই মধ্যে এ মামলায় ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। দুদকের দায়ের করা এই মামলা বাতিল চেয়ে ২০০৮ সালে হাইকোর্টে আবেদন করেন মির্জা আব্বাস। হাইকোর্ট মামলা কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করেছিলেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment