আন্তর্জাতিক নারী সাহসিকতা পদক পেলেন ব্যারিস্টার সারা হোসেন !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, March 30, 2016

আন্তর্জাতিক নারী সাহসিকতা পদক পেলেন ব্যারিস্টার সারা হোসেন !!!!!

Responsive Ads Here

sara_hossain
বিশ্বব্যাপী শান্তি, ন্যায্যতা, মানাধিকার, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১৪জন নারীকে ‘আন্তর্জাতিক নারী সাহসিকতা’ পুরস্কার প্রদান করেছেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার সারা হোসেন। বুধবার সকালে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ সম্মাননা প্রদান করেন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক নারী সাহসিকতা পদক প্রদান করে আসছে। এ পর্যন্ত ৬০টি দেশের প্রায় একশ নারী এই বিশেষ পুরস্কার পেয়েছেন। মানবাধিকার ও নারীর সম-অধিকার রক্ষা, শান্তি, নারীর ক্ষমতায়ণ, লিঙ্গ বৈষম্য নিরসনের মত ক্ষেত্রে যে সব নারী  জীবনের ঝুঁকি নিয়ে দৃষ্টান্তসূচক অবদান রেখে চলেছেন, তাদের কাজের স্বীকৃতি জানিয়ে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এ বছর বাংলাদেশ, চীন, ইরাক, ফ্রান্স, মালয়েশিয়া, থাইল্যান্ড, গুয়াতেমালা, রাশিয়া, স্লোভাকিয়া, বেলিজ, ইয়েমেন, তানজানিয়া, মরিতানিয়া, সুদানসহ ১৪টি দেশের বিশিষ্ট নারীদের এই পদক দেওয়া হয়।

ব্যারিস্টার সারা হোসেন বাংলাদেশে মানবাধিকার, নারীর ক্ষমতায়ণ ও সামাজিক ন্যায্যতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন এই পুরস্কার পেলেন। এবারের পুরস্কার বিজয়ীরা আগামী কয়েকদিনে রাজধানী ওয়াশিংটন ছাড়াও অন্য কয়েকটি রাজ্যে যাবেন এবং বিশেষ কিছু কর্মসূচি পরিদর্শন করবেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জন কেরি বলেন, ‘দুই কন্যার গর্বিত পিতা এবং এক বলিষ্ঠ মহিলা – যিনি আন্তরিকতার সঙ্গে এ ক্ষেত্রে তার অবদান রেখেছেন, তার স্বামী হিসেবে – বিশ্বাস করুন,  নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, নিজেদের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা যে কতখানি পরিবর্তন আনতে পারে আমি তা উপলব্ধি করতে পারি’।

কেরি বলেন, ‘আমরা মহিলাদের বিরুদ্ধে সহিংসতা অথবা সমাজে নারী ও কিশোরীদের পৃথক করে রাখা কখনোই মেনে নেব না। আমরা বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিবাহ সহ্য করবো না, অথবা আসিরিয়া বা ইরাকে সন্ত্রাসীরা যে ভাবে শিশু কন্যাকে যে কোন মূল্যের বিনিময়ে গবাদিপশুর মত বিক্রি করছে তা বরদাস্ত করবো না। আমরা এমন কোন বিশ্বকে মেনে নেবো না যেখানে কিশোরী-বালিকাদের শিক্ষা, বা স্বাস্থ্য পরিচর্যা থেকে বঞ্চিত করা হয় অথবা তাদের যৌনাঙ্গ হানি করা হয়।’

সূত্র : ভয়েস অব আমেরিকা

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

No comments:

Post a Comment

Post Top Ad