যে তিশার নায়ক শাকিব খান, আরিফিন শুভ সে তিশার ওপার বাংলার হিরো কে হতে পারেন? দেব, জিৎ? জানা গেলো, না তিশাকে জিতে নিয়েছেন সোহম। অনন্য মামুনের পরিচালনায় ‘তোর নামে লিখেছি হৃদয়’ শিরোনামে নতুন একটি ছবিতে তিশার বিপরীতে অভিনয় করতে যাচ্ছে কলকাতার নায়ক সোহম।
সম্প্রতি একই পরিচালকের ‘অস্তিত্ব’ ছবির শুটিং শেষ করেছেন তিশা। এতে তার সঙ্গী ছিলেন আরিফিন শুভ। কিন্তু ছবিটি মুক্তির আগেই তার আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। এতে তার বিপরীতে থাকছেন কলকাতার নায়ক সোহম। ছবির নাম নির্ধারণ করা হয়েছে ‘তোর নামে লিখেছি হৃদয়’।
উল্লেখ্য, ‘তোর নামে লিখেছি হৃদয়’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন এবং কলকাতার ভুবন চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের এসএস মাল্টিমিডিয়া ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment