নিজস্ব প্রতিবেদক,মাদারীপুরঃ নারায়নগঞ্জের কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের (৩০) মৃত্যুতে তার গ্রামের বাড়ি কালকিনি পৌরসভার শিকারমঙ্গল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত এসআই মুন্সিগঞ্জের গজারিয়া থানা থেকে বদলি হয়ে সদ্য দক্ষিণ কেরানীগঞ্জে যোগদান করেন।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, কামরুলের মৃত্যুর সংবাদে পুরো কালকিনিতে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে শিকারমঙ্গর গ্রামে বাতাস।তিনি পৌর এলাকার শিকারমঙ্গর গ্রামের খোরশেদ মাস্টারের ছেলে।
গতকাল বুধবার (১৫ জুন) একটি বিশেষ কাজে নারায়নগঞ্জের কাঁচপুর থেকে বাসে কুমিল্লায় যাচ্ছিলেন।এসময় ঢাকা থেকে নোয়াখালীগামী ঢাকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪৩৬১৯)-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লেগুনাস্ট্যান্ডে থাকা একটি লেগুনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কমরুলসহ তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।এঘটনায় আহত হন আরো ১০ জন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment