হানিফ সংকেতের ঈদ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’ !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, July 1, 2016

হানিফ সংকেতের ঈদ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’ !!!!!

Responsive Ads Here
hh

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’। নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।  
প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে জামাল। ঢাকা শহরে আসে কাজের উদ্দেশ্যে কিন্তু টাকা ছাড়া কোথাও সুযোগ হয় না তার। গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালোবাসে জামালকে। জামালের ভীষণ ইচ্ছে সে নায়ক হবে। তার এই নায়ক হতে গিয়েই ঘটে নানান ঘটনা-এইসব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’।
নাটকটিতে জামাল চরিত্রে মীর সাব্বির এবং পারুল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলামসহ আরো অনেকে এবং অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। 
সাভারস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শ্যুটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। 
  • সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad