Post Top Ad
Saturday, July 2, 2016
মাদারীপুরে পেট্রল দিয়ে বসত ঘরে আগুন, ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি !!!!!
এলায়েতসহ তার পরিবারের অভিযোগ জমি সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল শুক্রবার রাতে যখন বসতবাড়ীতে ছোট ছেলে-মেয়ে ঘুমিয়ে ছিলো তখন হঠাৎ পূর্বশুত্রুতার জেরে প্রতিপক্ষ মোয়াজ্জেম হাওলাদারের ভাইয়েরা পেট্রল ঢেলে বসত বাড়ীর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই অগ্নিকাণ্ডে সকল প্রকার নতুন ও পুরানো জামা- কাপড় পুড়ে গেছে। ফ্রিজ, টিভি, দামি সোনা, নগদ প্রায় ৩০হাজার টাকা সহ পুড়ে গেছে ঘরে দামি আসবাবপত্র। এবং রাতেই পুলিশ ও ফার্য়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে আলামত দেখে গেছে।
এলায়েত বলেন, ‘সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার ছোট সন্তানকে একটা জামা শরীরে গায়ে দিতে হলেও আমার এখন কিনে দিতে হবে। আমি আমার পরিবার নিয়ে এখন রাস্তায়। ’
ঘটনা পরিদর্শনে এসে সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অতি দুঃখ জনক। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment