গত ১ জুলাই ঢাকায় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলা নাড়া দিয়ে গেছে সারাবিশ্বকে। এই হৃদয়বিদারক ঘটনা এবারবলিউডের সেলুলয়েড ফিতায় উঠতে যাচ্ছে।
এমন একটি উদ্যোগের কথা নিশ্চিত হওয়া গেছে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে।
ছবিতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কাপপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। আরও আছেন রহিত রায়, কণিকা ব্যানার্জি, শাহবাজ খান ও রাজেশ শর্মা। ছবিটি পরিচালনা করবেন অগ্নিদেব চ্যাটার্জি।
প্রাথমিকভাবে এর নাম ভাবা হচ্ছে ‘জিহাদ’। ছবিটি নিয়ে বিশদ সংবাদ ছেপেছে দেশটির সংবাদসংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়া।
তাদের তথ্য মতে, সোমবার থেকে এর কাজও শুরু হয়ে গেছে। ছবি সম্পর্কে বলা হয়েছে, এটা হবে শ্বাসরুদ্ধকর একটি থ্রিলার ছবি।
এর গল্পে সাধারণ নাগরিকের চরিত্র পরিবর্তন করা হয়েছে। কাহিনি সম্পর্কে জানা যায়, ঘটনার দিন সেই ক্যাফেতে মূল নায়ক অভিষেকের সামনেই খুন করা হয় তার স্ত্রীকে। অভিষেক ফ্রান্সের একটি পত্রিকার ফটোসাংবাদিক। গল্পে তার ও স্ত্রীর জীবনের পেছনের ঘটনা দেখানো হবে। এছাড়াও কাহিনিতে থাকছে জঙ্গিদের নানা বিষয়।
তাদের ভাষ্য মতে, এখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে জঙ্গিদের মনস্তত্ত্ব তুলে ধরা হবে।
ছবিতে অভিষেক চরিত্রে থাকছেন রোহিত, তার প্রথম স্ত্রী কণিকা ও বর্তমান স্ত্রী হিসেবে দেখানো হবে ঋতুপর্ণাকে।
উল্লেখ্য, ১ জুলাই রাতে আর্টিজান রেস্তোরাঁয় বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। তাদের হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। আর যৌথ বাহিনীর অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই কর্মকর্তা। অভিযানে নিহত হয় ছয় জঙ্গি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment