সুন্দরবনের মরাপশুর নদের বাইনতলা এলাকায় ‘বনদস্যু’ জাহাঙ্গীর বাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘট্না ঘটে। তবে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর নদের বাইতলা খালে অবস্থান করছে বলে কোস্টগার্ডের কাছে খবর আসে। এর ভিত্তিতে দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানকারীরা বাইনতলা খালে প্রবেশ করতেই আগে থেকে বনের মধ্যে অবস্থান নিয়ে থাকা দস্যুরা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গুলিবিনিময় হয়। কোস্ট গার্ড দস্যুদের লক্ষ্য করে ২১ রাউন্ড গুলি ছোড়ে।অন্যদিকে, বনদস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি চালায়।
গুলিবিনিময়ের একপর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। পরে ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গোলাগুলিতে দস্যুদের কেউ নিহত না হলেও গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment