‘জয়যাত্রা’ (২০০৪), ‘রূপকথার গল্প’ (২০০৬) ও ‘দারুচিনি দ্বীপ’-এর (২০০৭) মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন অভিনেতা তৌকীর আহমেদ। এবার ক্যারিয়ারের চতুর্থ ছবি মুক্তি দিতে যাচ্ছেন তিনি। তার বানানো ‘অজ্ঞাতনামা’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৯ আগস্ট।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান শনিবার (১৩ আগস্ট) জানালেন, মুক্তির আগে উদ্বোধনী প্রদর্শনী হবে ছবিটির। আগামী ১৬ জুলাই সকাল ১১টায় ঢাকার একটি প্রেক্ষাগৃহে ‘অজ্ঞাতনামা’ দেখবেন আমন্ত্রিত অতিথিরা।
এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ। তাদের পাশাপাশি আছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন প্রমুখ। পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর।
মুক্তির আগে ‘অজ্ঞাতনামা’ কান চলচ্চিত্রে উৎসবের বাণিজ্যিক শাখায় অংশ নিয়ে আলোচনায় এসেছে। এ ছাড়া ইতালির গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড। সব মিলিয়ে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘অজ্ঞাতনামা’ মুক্তি পাচ্ছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, পূরবী (ময়মনসিংহ), মনিহার (যশোর) ও মাধবীসহ (মধুপুর) ঢাকাসহ দেশের বেশকিছু প্রেক্ষাগৃহে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment