ডকুমেন্ট এডিট করা, ভিডিও দেখা, গেম খেলা, ইন্টারনেটের সাহায্যে বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকা এসবকিছুই এখন স্মার্টফোন দিয়ে হয়ে থাকে।
তবে এ কাজগুলো করতে কিছু অ্যাপের প্রয়োজন হয়। এসব অ্যাপ স্মার্টফোনের চার্জ শেষ করে দেয়। এগুলোর মধ্যে আবার কিছু অ্যাপ রয়েছে যেগুলো অন্য যেকোনো অ্যাপের চেয়ে বেশি চার্জ নষ্ট করে। জেনে নিন সেরকম কিছু অ্যাপ।
* ব্যাটারি সেভার অ্যাপস: ব্যাটারি সেভার কিংবা র্যাম ক্লিনিং অ্যাপগুলো গোপনে স্মার্টফোনের চার্জ শেষ করে দেয়। এসব অ্যাপ নিয়মিত বিরতিতে স্ক্যানিং করার মাধ্যমে ফোনকে ব্যস্ত রাখে। এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, এমনকি ফোনের স্ক্রিন ‘লকড’ থাকলেও। ফলে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। তাই অনেক সময় ধরে ফোনে চার্জ রাখতে হলে এসব অ্যাপ কম ব্যবহার করাই ভালো।
* সোশ্যাল মিডিয়া অ্যাপস: ফেসবুক বা হোয়াটসঅ্যাপ-এর মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ইন্টারনেট সংযোগ পেলেই এই অ্যাপগুলো নোটিফিকেশন দেখাতে দেরি করে না। মেসেঞ্জারের মতো অ্যাপ প্রচুর ডেটা ও ব্যাটারি-দুটোই খরচ করে। পারলে ফেসবুক লাইট ব্যবহার করুন। এতে ব্যাটারি ও ডেটা-দুটোই বাঁচবে।
* অ্যান্টি-ভাইরাস অ্যাপস: ব্যাটারি সেভার অ্যাপের মতো যে কোনো অ্যান্টি-ভাইরাস অ্যাপ ব্যাটারির চার্জ শেষ করে। স্পাইওয়্যার খুঁজতে ক্রমাগত ফোনকে স্ক্যান করে যায়। ফোনে যত বেশি অ্যাপ থাকে, স্ক্যান করতে এর ততো সময় লাগে। এতে ব্যাটারির চার্জ অনেক বেশি নষ্ট হয়।
* ফটো-এডিটিং, গেমিং অ্যাপস: ছবি তুলতে ভালোবাসেন ক্ষতি নেই, কিন্তু জেনে রাখুন এডিটিং অ্যাপগুলো কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি ব্যাটারি খরচ করে। শুধু ফটো-এডিটিং অ্যাপই বা বলছি কেন, গেমিং অ্যাপগুলোও ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে।
* ইন্টারনেট ব্রাউজার অ্যাপস: ব্রাউজিং অ্যাপগুলোও দ্রুত ফোনের চার্জ শেষ করে থাকে। তাই একটির বেশি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার না করাই ভালো। ডিফল্ট ব্রাউজিং অ্যাপ ছাড়া বাকি ব্রাউজারগুলো ডিলিট করে ফেলুন।
প্রশ্ন উঠতেই পারে, ওপরের সবকটি অ্যাপ ডিলিট করলে স্মার্টফোনে থাকার মতো অ্যাপ আর রইল কী কী? সবকটি অ্যাপ ডিলিট বা অন-ইনস্টল করতে আপনাকে বলছি না, কিন্তু ব্যাটারির খরচ কমাতে হলে ওই সব অ্যাপের মধ্যে থেকে যেগুলো সবচেয়ে কম দরকারি সেগুলো মুছে ফেলুন। তাহলেই দেখবেন আপনার ফোনের ব্যাটারি-লাইফ দীর্ঘায়ু হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment