প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মিরপুর ১০ নম্বরের কার্পেটের দোকানের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনের ধোঁয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় লোকজন জানায়, সকাল সাড়ে ৮টায় মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকার আল-হেলাল হাসপাতালের উল্টো পাশে একটি ছয়তলা ভবনের নিচতলায় কার্পেটের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় লোকাজন। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, আগুনের কারণ জানা যায়নি। আর হাসপাতালে ওই ব্যক্তি মারা যান। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment