নিজস্ব প্রতিবেদক,মাদারীপুরঃ রোববার ভোর থেকে টানা বর্ষণে মাদারীপুর পৌর শহর হাঁটু পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছে সব শ্রেণির সাধারণ মানুষ।
জানা গেছে, ভোর রাত থেকে টানা বৃষ্টিতে পানি বাড়তে থাকে। পরে দুপুর পর্যন্ত বৃষ্টি স্থায়ী হলে শহরের প্রধান প্রধান সড়ক পানিতে ডুবে যায়। এতে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। পরিকল্পিত ড্রেন না থাকাকেই এর জন্য দুষছেন সাধারণ মানুষ।
এদিকে পৌর কর্তৃপক্ষ এই পানি ওঠাকে কেবলই প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি করছেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment