রাজধানীর মিরপুর-১০ এর একটি ভবনের নিচতলায় ফার্নিচারের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিস আতিকুর রহমান অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর-১০ এ আল হেলাল হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলায় আগুন লাগে। মূলত সেখানে কয়েকটি ফার্নিচারের দোকান আছে। একটি ফার্নিচারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। ছোট অগ্নিকাণ্ড ছিল এটি। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরুর আধা ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, আগুন লাগার পর মিরপুর-ফার্মগেট সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment