ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবৈধ অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। এরপর থেকেই এই দুজন নিজেদের অ্যাকশন শোধরাতে কঠোর পরিশ্রম করে আসছেন।
নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়ে নিজেদের অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তারা।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে যাচ্ছেন তাসকিন। তবে এবার ভারতে নয় অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাবেন তারা।
বিসিবি'র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মিরপুরে সাংবাদিকদের জানান, 'আগামী মাসের ৮ তারিখে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পরীক্ষা দেবেন তাসকিন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া যাওয়া কথা। খুব সম্ভবত আট তারিখ ডেট তাদের (তাসকিন ও সানি) টেস্টের। যদি তাই হয়ে থাকে তাহলে তো তাকে আমরা ১০-১২ দিনের মধ্যে পেয়ে যাবো। আমরা আশাবাদী ইংল্যান্ড সিরিজের আগেই তারা ফিরে আসবে। আমরা এখানে যতদূর তার অ্যাকশনগুলো দেখেছি তাতে মনে হচ্ছে সে শুধরিয়ে নিয়েছে। আশা করি টেস্টে সে সফল হয়েই আসবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment