পদ্মার প্রবল স্রোতে মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে গতকাল রোববার রাত থেকে ৪টি রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ৫টি কে টাইপ ও ৪টি ডাম্প ফেরি দিয়ে যান পারাপার করা হচ্ছে।
কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, রো রো ফিরিগুলো মাওয়া প্রান্তের শিমুলিয়া রো রো ঘাট (৩ নম্বর) থেকে প্রবল স্রােতের কারণে গাড়ি ওঠানামা করতে পারছে না। এমনকি প্রবল স্রােতের টানে ফেরির পন্টুনের সঙ্গে ফেরি ঘাটে ভিড়লে পন্টুন ছিড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে ফেরি তীরে ভিড়তেও পারছে না।
এছাড়া লৌহজং চ্যানেলে নব্যতা সঙ্কটও দেখা দিয়েছে। প্রায় ১০টি ড্রেজার ১৫দিন ধরে ড্রেজিং করার পর এখনো চ্যানেলটি ফেরি চলাচল উপযুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এদিকে বৈরী আবহাওয়া কিছুটা কমে যাওয়ায় অপেক্ষেকৃত বড় লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল শুরু করছে।
কাওড়াকান্দি ঘাটের বিআইডব্লিউটিএর ইনস্পেকটর এবিএস মাহমুদ জানান, কাওড়াকান্দি শিুমুলিয়া নৌরুটে চলাচলকারী ৮৭টি লঞ্চের মধ্যে ৬৫ ফুটের নিচের ছোট লঞ্চগুলো চলাচল করতে দেয়া হচ্ছে না। প্রবল স্রােতের কারণে যাত্রীদের জানমাল রক্ষার্থে আমরা ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখছি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment