নিজস্ব প্রতিবেদক,মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে ইয়ামিন বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গতকাল রোববার দুপুরে উপজেলার মাথাভাঙ্গা নামক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
র্যাবের দাবি, ইয়ামিন বেপারী আন্তজেলা ডাকাতদলের সর্দার। এ সময় তাঁর কাছ থেকে ধারালো ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলেও দাবি করে র্যাব।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন রঞ্জন সরকার জানান, ইয়ামিন বেপারীর নামে ঢাকা, বরিশাল, মুন্সীগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা আছে। তিনি ঢাকার উত্তরখানে খুনসহ ডাকাতি মামলার অন্যতম আসামি। এ ছাড়া মিয়ার হাটের খুনসহ ডাকাতি মামলার অন্যতম অভিযুক্ত। তাঁর নামে ১৫টি মামলা এবং ১৩টি ওয়ারেন্ট আছে।
গতকাল তাঁকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থল থেকে একটি শুটার গান, তিনটি গুলি, একটি চায়নিজ কুড়াল, দুটি রামদা উদ্ধার করা হয় বলেও জানান এএসপি সুমন। এ ছাড়া গ্রেপ্তার ইয়ামিন বেপারীর নামে কালকিনি থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে র্যাব-৮। পরে তাঁকে কালকিনি থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment