শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য লেখায় ওষুধ কোম্পানি রেনেটা এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তুহিন রেজা নামে ওই কর্মকর্তা ফেসবুকে স্ট্যাটাস দেন- ‘ড তে ড্রাইভার, ড তে ডাক্তার-কাজ একটাই পাবলিককে জিম্মি করো।’
এ ঘটনায় রোববার তাকে বরখাস্তের নোটিশ দেওয়া হয়।
রেনেটা কর্তৃপক্ষ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজক মন্তব্যের মাধ্যমে চাকরিবিধি লঙ্ঘন করায় তুহিন রেজাকে বরখাস্ত করা হয়েছে।
রেনেটা কর্তৃপক্ষ তাদের ফেসবুকে পেজে এ ঘটনার একটি ব্যাখ্যা দিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছে। সেখানে বলা হয়, ‘আমাদের ফ্যাক্টরির কর্মী ঘাসফড়িং তুহিন-এর (তুহিন রেজা) দায়িত্বজ্ঞানহীন ও অপমানজনক মন্তব্যের কারণে আমরা ক্ষমাপ্রার্থী। ওই মন্তব্য তার ব্যক্তিগত এবং তার মন্তব্যের নিন্দা জানায়। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে আমরা বরখাস্ত করেছি এবং পরবর্তী ব্যবস্থাও বিবেচনাধীন রয়েছে।’ এ ঘটনায় ফেসবুক ব্যবহারকারীরা পাল্টাপাল্টি সমালোচনা করছেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment