এবার ফোন নম্বর না জানিয়েই রিচার্জ করে ফেলুন। এরকমই একটি পরিষেবা চালু করল ভোডাফোন। দেশের মধ্যে বেঙ্গল সার্কেলেই নতুন এই পরিষেবা চালু করা হয়েছে।
গ্রাহকদের গোপনীয়তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করল ভোডাফোন। কারণ অনেক সময়ে রিচার্জ করতে গিয়ে নম্বর ফাঁস হয়ে বহু অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন গ্রাহকরা।
নতুন এই পরিষেবার নাম প্রাইভেট রিচার্জ মোড বা পিআরএম। এই সার্ভিস পেতে গেলে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না বলে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে ভোডাফোন। শুধুমাত্র একটি এসএমএস পাঠালেই কাজ হবে।
কীভাবে পাবে এই পরিষেবা? ভোডাফোনের তরফে জানানো হয়েছে, এর জন্য একটি এসএমএস পাঠাতে হবে ১২৬০৪ নম্বরে। লিখতে হবে PRIVATE। ওই এসএমএস পাঠালেই গ্রাহকের কাছে এসে যাবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড রিচার্জ করার সময় রিটেলারকে দেখালেই কোনও নম্বর ছাড়াই মোবাইল রিচার্জ হয়ে যাবে। ওই ওটিপি চলবে সেইদিন মধ্যরাত পর্যন্ত।
কলকাতায় বেঙ্গল সার্কেলের ভোডাফোনের বিজনেস হেড অরবিন্দর সিং সচদেব জানিয়েছেন, এখন ফোন নম্বর বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে ফোন নম্বরের গোপনীয়তা থাকা জরুরি। সেকথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হল। এতে গ্রাহকরা আরও স্বস্তি বোধ করবেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment