মিয়ানমারের দেশটির বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তুর্কি হ্যাকাররা এ হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের তথ্য-প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিভাগের পরিচালক উ ইয়ে নাইং মোয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস খবরটি জানিয়েছে।
উ ইয়ে নাইং মোয়ে জানান, গত ৩১ আগস্ট এ সাইবার হামলা শুরু হয় এবং তা এখনও চলছে। তার দাবি, এখন পর্যন্ত সাইবার হামলাকারীরা দেশের ওয়েবসাইটগুলোর খুব একটা ক্ষতি করতে পারেনি। পাঁচটি বিভাগের ওয়েবসাইটে হামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ওয়েবসাইটগুলোর সবই একটি সার্ভার থেকে পরিচালিত হতো।
মিয়ানমার টাইমসকে উ ইয়ে নাইং বলেন, ‘আমরা ওয়েবসাইটগুলোকে সময়মতো রক্ষা করতে পেরেছি। অন্যান্য মন্ত্রণালয়গুলোকে ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হলে করণীয় কী সে সম্পর্কে নির্দেশনা দিয়ে রেখেছি।’
মিয়ানমার টাইমস জানায় হ্যাককৃত ওয়েবসাইটগুলোর সৌন্দর্য নষ্ট করে দেওয়া হয়েছিল এবং সেগুলোতে ঢোকা যাচ্ছিল না।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment