সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাজীর মৃত্যু - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, September 5, 2017

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাজীর মৃত্যু

Responsive Ads Here
bd.1
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ করে দেশ ফিরতে চেয়েছিলেন তিনি। বাংলাদেশে আসার জন্য এয়ারপোর্টের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন এই বাংলাদেশি হাজি। কিন্ত রাস্তা পার হতে গিয়ে বাস চাপা পড়ে মো. ওয়াসিম আনসারি রাসু (৪৫) নামে এই বাংলাদেশি হাজি প্রাণ হারালেন। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৯টায় মক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশী মো. ইকবাল টারজ্যান জানান, সোমবার হজ পালন শেষে রাসু দেশে ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন। তিনি রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাজী মো. ওয়াসিম আনসারি রাসু দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার এলাকার মৃত ইয়াসিন আনসারির ছেলে। তিনি দিনাজপুর জেলা প্রশাসকের বাস ভবন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad