জেনে নিন,যে ৫০ টি চ্যালেঞ্জ আছে ব্লু হোয়েল গেইমে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 14, 2017

জেনে নিন,যে ৫০ টি চ্যালেঞ্জ আছে ব্লু হোয়েল গেইমে !!!!!


ব্লু  হোয়েল গেইমটিতে যদি কেউ একবার সম্মতি দিয়ে খেলা শুরু করে তখন এই গেইমটি থেকে ফেরার আর কোন উপায় থাকে না। অন্যান্য স্মার্টফোন গেইমের মত এটি শুধু ভার্চুয়াল কোন গেইম নয় বরং বাস্তব জীবনের ঘটনা ঘটিয়ে খেলতে হয় এমন একটি গেইম।

ব্লু  হোয়েল গেইমটিতে একজন গেমারকে ৫০ টি কাজ দেয়া হয়। এই ৫০ টি ধাপের শেষ ধাপে গেমারের জন্য অপেক্ষা করে চূড়ান্ত পরিণতি, আত্মহত্যা। এই গেইমটি রাশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকনটাকে তে খেলা যেত।

ব্লু  হোয়েল গেইমটিতে কী সেই ৫০ টি চ্যালেঞ্জ তা এবার দেখে নেয়া যাক।

১। নিজের হাতে রেজর দিয়ে 'এফ ৫৭' (গ্রুপের নাম) লিখতে হবে এবং প্রমাণস্বরূপ তার ছবি তুলে তাদেরকে পাঠাতে হবে।

২। ভোর ৪.২০ এ উঠে অ্যাডমিনের পাঠানো সাইকেডেলিক, ভীতিকর ভিডিও দেখতে হবে।

৩। নিজের হাত কাটতে হবে, তবে এবার খুব বেশি দূর কাটতে হবে না। তিনটি কাটা দাগ হলে চলবে।

৪। হোয়েল বা তিমি মাছের ছবি আঁকতে হবে এবং কিউরেটরকে পাঠাতে হবে।

৫। যদি একজন গেমার 'হোয়েল' হতে চান তাহলে পায়ে 'ইয়েস' লিখে জানিয়ে দিতে হবে, এবং না চাইলে নিজেকে ক্ষত বিক্ষত করতে হবে।

৬। একটি গোপন ধাঁধার সমাধান করতে হবে।

৭। নিজের হাত কেটে 'এফ ৪০' লিখে প্রমাণস্বরূপ অ্যাডমিনকে দেখাতে হবে।

৮। নিজের ভিকনটাকে স্ট্যাটাসে '#i_am_whale (rus. #я_кит)' লিখতে হবে।

৯। শরীর ও মৃত্যজনিত ভয়কে জয় করতে হবে।

১০। ভোর ৪.২০- এ ঘুম থেকে উঠে উঁচু ছাদে হাঁটতে হবে। যত বেশি উচ্চতা হয় তত ভালো।

১১। আবারো রেজর দিয়ে খোদাই করে একটি তিমি আঁকতে হবে হাতে।

১২। সারাদিন হরর এবং সাইকেডেলিক ভিডিও দেখতে হবে।

১৩। অ্যাডমিন যে গান পাঠাবে তা শুনতে হবে।

১৪। নিজের ঠোঁট কাটতে হবে।

১৫। অনেক জায়গায় সুঁই দিয়ে নিজের হাত ফুটা করতে হবে।

১৬। নিজেকে শারীরিকভাবে অসুস্থ করে তুলতে হবে।

১৭। পরিচিত সবচেয়ে উঁচু ছাদে নিজেকে নিয়ে যেতে হবে এবং কিছুক্ষণ তার একেবারে কোণায় দাঁড়িয়ে থাকতে হবে।

১৮। ব্রীজের কিনারে যেতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে।

১৯। একটি ক্রেনের উপর উঠতে হবে, না পারলে চেষ্টা করতে হবে।

২০। অ্যাডমিন যাচাই করবে গেমারটি বিশ্বাস স্থাপনের যোগ্য কিনা।

২১। স্কাইপেতে অন্য একজন গেমারের সাথে কথা বলতে হবে, কিউরেটরের সাথেও কথা বলা যেতে পারে।

২২। পা ঝুলিয়ে একটি উঁচু ছাদে গিয়ে বসতে হবে। সেখানে অবস্থান করতে হবে।

২৩। এবার আরেকটি ধাঁধার সমাধান করতে হবে।

২৪। গোপনীয় একটি কাজ দেয়া হবে। একেকজনের ক্ষেত্রে একেকটা কাজ দেয়া হবে এক্ষেত্রে।

২৫। একজন 'হোয়েল' বা আরেকজন গেমারের সাথে দেখা করতে হবে।

২৬। অ্যাডমিন গেমারের মৃত্যুর একটি তারিখ নির্ধারণ করবেন এবং গেমারকে তা বিনা বাধায় মেনে নিতে হবে।

২৭। ৪.২০ এ ঘুম থেকে উঠতে হবে এবং কোন একটা রেলপথ বেছে সেখানে হাঁটতে হবে।

২৮। একদিন সারাদিন কারো সাথে কথা বলা যাবে না।

২৯। গেমার যে একজন 'হোয়েল' হতে পেরেছেন তা নিশ্চিত করতে মাথা নিচু করে সম্মান জানাতে হবে।

৩০ - ৪৯ প্রতিদিন ৪.২০ এ ঘুম থেকে উঠে ভয়ের ভিডিও দেখতে হবে, হরর সিনেমা দেখতে হবে, তাদের পাঠানো গান শুনতে হবে, প্রতিদিন শরীরে একটি ক্ষত সৃষ্টি করতে হবে। একজন হোয়েলের সাথে কথা হবে।

৫০. একটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here