ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে। ইবতেদায়িতে গতবার ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
শনিবার গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।
ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে। এসএমএসের মাধ্যমে ইবতেদায়ির ফল পেতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে 2017 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
গত ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।
No comments:
Post a Comment