মাদারীপুরে কলেজছাত্রীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, January 25, 2018

মাদারীপুরে কলেজছাত্রীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

Responsive Ads Here
IMG_20180125_003711_957

মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খোঁয়াজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে নির্যাতিতার বড়ভাই বাদী হয়ে শাওনকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পরিবারের স্বজনদের অভিযোগ, শহরের রকেটবিড়ি এলাকার আনু খাঁনের ছেলে শাওন বেশ কিছুদিন ধরে ওই কলেজছাত্রীকে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের চৌরাস্তা এলাকার ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে ব্লেড ও চাকু দিয়ে মুখমণ্ডলে কুপিয়ে জখম করে পালিয়ে যায় শাওন।

পরে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই কলেজছাত্রীকে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেন সদর মডেল থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, কলেজছাত্রীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি শাওনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে আদালতে প্রেরণ করা হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad