চার দিনের সরকারি সফরে সৌদি আরবে গেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।
বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
আইএসপিআর এর ওয়েবসাইট থেকে জানা গেছে, সফরকালে নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আবদুর রহমান বিন সালেহ আল বুনিয়ান, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গুফাইলি এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাগুলো পরিদর্শন করবেন। সফরে নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে তিন কর্মকর্তা রয়েছেন। নৌপ্রধান ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment