টি-টোয়েন্টিতে ১০০০ রানের ক্লাবে মুশফিক - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, March 17, 2018

টি-টোয়েন্টিতে ১০০০ রানের ক্লাবে মুশফিক

Responsive Ads Here
mushfik
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। জয়ের এই ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
দলীয় ৩৩ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন মুশফিক। তামিমের সঙ্গে গড়েন ৬৪ রানের জুটি। নিজে সাজঘরে ফেরার আগে খেলেন ২৮ রানের এক ইনিংস। আর এতেই প্রবেশ করেন হাজারি ক্লাবে। ৬৭ ম্যাচে এখন মুশফিকের রান ১০০৩।
মুশফিকের আগে বাংলাদেশের হয়ে এক হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত তামিম ৬১ ম্যাচে ১৩৭০ রান ও সাকিব ৬২ ম্যাচে ১২৩০ রান করেছেন।
এদিকে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান করার দ্বারপ্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৬ ম্যাচে তার রান ৯৯৬। ফাইনালে ভারতের বিপক্ষে আর মাত্র ৪ রান করতে পারলেই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন মাহমুদউল্লাহ।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad