মাদারীপুরে দুদিন নিখোঁজ থাকার পর এক তরুণের লাশ পদ্মা থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মাওয়ার পদ্মা সেতুর নির্মাণকাজ এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যা।
ওই তরুণের নাম আনোয়ার হোসেন ওরফে আয়নাল (২৬)। তিনি গত বুধবার দিবাগত রাতে শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের হাজরা বাজার থেকে নিখোঁজ হন। তিনি কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা এলাকার তোতা বেপারীর কান্দি গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে। আয়নাল পেশায় ভাড়ায় মোটরসাইকেল যাত্রী নিয়ে জীবিকা নির্ভর করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে কাঁঠালবাড়ি ইউনিয়নের হাজরা বাজার থেকে নিখোঁজ হন আয়নাল। ওই দিন রাতেই পরিবারের সদস্যরা শিবচর থানায় আয়নাল নিখোঁজ জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
পরিবারের অভিযোগ, আয়নালকে স্থানীয় যুবক আতিক ফকির ও মনির ফকির মুঠোফোনে হাজরা বাজারে আসতে বলে। পরে হাজরা বাজার থেকে পদ্মার পাড়ে হাজরা হাটে নিয়ে এসে ট্রলারে করে পদ্মার মধ্যে নিয়ে যায়। এরপর থেকে আয়নাল নিখোঁজ থাকেন। হাজরা হাটের নদীর পাড় থেকে আয়নালের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে তার পরিবার।
শিবচর থানার উপপরিদর্শক আমির হোসেন সেরনিয়াবত বলেন, এ ঘটনায় আতিক ফকিরকে গতকাল বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। কিন্তু তথ্য পাওয়া যায়নি। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আমির হোসেন বলেন, লাশ দেখে মনে হয়েছে এটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন ভূঞা বলেন, এক তরুণের নিখোঁজের তথ্য ছিল আমাদের কাছে। এরপর আমাদের পুলিশের সদস্যরা তাঁকে বিভিন্ন এলাকায় খোঁজ করে। নিখোঁজের পর আজ সকালে পদ্মা সেতু কাজে নিয়োজিত সেনা সদস্যরা নদী থেকে নিখোঁজ ওই তরুণের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment