ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩-৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। এ ছাড়াও এ বছর ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩-৭ নভেম্বরের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে নেওয়া হবে। এই ইউনিটের অধীনে ধর্মতত্ব অনুষদের ৩টি বিভাগ। বি ইউনিটের অধীনে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ১০টি এবং আইন ও শরীয়াহ অনুষদের ৩টি বিভাগসহ মোট ১৩টি বিভাগ, সি ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগ এবং ডি ইউনিটের অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, 'শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখেই ইউনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি এতে শিক্ষার্থীদের ভোগান্তির কমার পাশাপাশি আমাদের ভর্তি পরীক্ষা পদ্ধতিও সহজীকরণ হবে।'
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment