পবিত্র কাবা শরিফ মুসলিম উম্মাহর হৃদয়ের সর্বোচ্চ সম্মানের স্থান। প্রতি বছরই দুনিয়ার শ্রেষ্ঠ মর্যাদার স্থান পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়।
গিলাফ পরিবতর্নের নির্ধারিত দিন ও সময় হলো হজের দিন ফজরের নামাজের পর। সে আলোকে এ বছর ২০ আগস্ট মোতাবেক ৯ জিলহজ সোমবার বাদ ফজর পুরাতন গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হবে।
ইতোমধ্যে পবিত্র কাবা শরিফের নতুন গিলাফ সিনিয়র তত্ত্বাবধায়ক সালেহ বিন জাইন আল আবিদিন আল-শায়েব-এর কাছে হস্তান্তর করেছেন পবিত্র নগরী মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল।
পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তনের তদারকি করবেন হারামাইন আশ-শরিফাইনের প্রধান ইমাম ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইস।
গিলাফ পরিবর্তন অনুষ্ঠানে ১৬০ জন দক্ষ টেকনিশিয়ান ও নির্মাতা শিল্পী কাজ করবেন। পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তনের কার্যক্রম সৌদি আরবের রাষ্ট্রীয় চ্যানেল সরাসরি সম্প্রচার করে থাকে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment