মাদারীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্র‌মিকের মৃত্যু - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Saturday, September 29, 2018

মাদারীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্র‌মিকের মৃত্যু

Responsive Ads Here
2111
মাদারীপুর পৌর শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জেলা শহরের মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের আনিস মাতুব্বরে ছেলে সিরাজুল মাতুব্বর (২৯) ও ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর (২২)।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর থানা পুলিশের ওসি কামরুল হাসান বলেন, শহরের পাকদী এলাকার হাবিবুর রহমান মোল্লার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন শ্রমিক সিরাজুল। তিনি ফিরে না আসায় শ্রমিক সুমন সেখানে প্রবেশ করেন। এ সময় তিনিও অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad