মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
রবিবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কুতুবপুর বাজারে এ আগুন লাগে।
রবিবার (১৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার কুতুবপুর বাজারে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুতুবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় গার্মেন্টস, টেইলার্স, হার্ডওয়ার, ফার্মেসিসহ ১৩টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও পৌর মেয়র আওলাদ হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও পৌর মেয়র আওলাদ হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের শিবচর ইউনিটের প্রধান আসাদুজ্জামান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment