ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌ চলাচল ব্যাহত - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, December 20, 2018

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌ চলাচল ব্যাহত

Responsive Ads Here
fari
মাদারীপুর প্রতিনিধিঃ পদ্মায় হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। এছাড়া সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও ব্যাহত হচ্ছে। এতে কনকনে ঠান্ডার মধ্যে ভোগান্তিতে পড়েন নদী পারাপারের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে নৌ পথের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সকাল পৌনে ৭টার দিকে কুয়াশা কমলে কাঁঠালবাড়ী ঘাট থেকে দুটি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে মাঝ পদ্মায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি কুয়াশার কারণে নোঙর করে ছিল বলে জানা গেছে।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানায়, সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ চলাচল করলেও কুয়াশার কারণে ঘাট ছেড়ে যায়নি কোনো লঞ্চ। তবে সোয়া ৭টার দিকে কুয়াশা কিছুটা কমলে শিমুলিয়ার উদ্দেশে লঞ্চ কাঁঠালবাড়ী ঘাট ছেড়ে গেলেও মাঝ পদ্মায় কুয়াশা থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। স্পিডবোটগুলোও ঝুঁকি নিয়ে চলাচল করছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন, কুয়াশার কারণে কিছু সময় ফেরি চলাচল বন্ধ ছিল। তবে সকাল পৌনে ৭টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে কাঁঠালবাড়ী ঘাট থেকে দুটি ফেরি পরিবহন নিয়ে ছেড়ে গেছে। তাছাড়া মাঝ পদ্মায় কুয়াশা বিরাজ করায় চলাচলরত ফেরিগুলো ধীর গতিতে চলছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad