মাদারীপুরের রাজৈরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, February 27, 2019

মাদারীপুরের রাজৈরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Responsive Ads Here
g8
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গফুর মাতুব্বর (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ইশিবপুর ইউনিয়নের নগরগোয়ালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গফুর একই এলাকার মৃত হেলাল মাতব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই গুরিগুরি বৃষ্টি হচ্ছিল। এ সময় নগরগোয়ালদি এলাকায় স্থানীয় একটি পুুকুরে গফুরসহ কয়েকজন মাছ ধরতে নামে। পুকুরের মধ্যে হঠাৎ আকর্ষিক বজ্রপাত হলে গফুর গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে গুরতর অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, ‘পুকুরে মাছ ধরতে গেলে বজ্রপাতে একজন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।’
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad