শিলাবৃষ্টিতে নড়াইলের অরুনিমা ইকো পার্কে শত শত পাখির প্রাণহানি - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, February 27, 2019

শিলাবৃষ্টিতে নড়াইলের অরুনিমা ইকো পার্কে শত শত পাখির প্রাণহানি

Responsive Ads Here
g8
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন পানিপাড়া গ্রামের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্কের শত শত পাখি মারা গেছে। টানা দুদিনের বৈরি আবহাওয়া ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন প্রজাতির দেশি ও অতিথি পাখি মারা গেছে। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্কের চেয়ারম্যান মোল্যা খবির উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষি পর্যটন কেন্দ্র অরুনিমার সিনিয়র সহকারী ব্যবস্থাপক মুনিব এইচ খন্দকার জানান,সারাদেশের মতো নড়াইলেও সোমবার (২৫ ফেব্রুয়ারি) থেকে হালকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে পানিপাড়া অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্ক এলাকায় ঝড়ো হাওয়ার ও বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়।এই শিলাবৃষ্টির কারণে ইকোপার্কের ভেতর বিভিন্ন গাছে থাকা শত শত দেশি ও অতিথি পাখি মারা গেছে। ভোরে মৃত পাখিগুলো দেখে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্কে কর্মরত কর্মকর্তা ও শ্রমিকরা কান্নায় ভেঙে পড়েন।
অরুনিমা ইকো পার্কের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আহম্মেদ জানান, প্রায় ৬০ একর এলাকা জুড়ে গড়ে উঠা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব ও ইকো পার্কের বিভিন্ন গাছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির কয়েক হাজার পাখির বাসস্থান। প্রতিদিন বিকেল ও সন্ধ্যা বেলা পানকৌড়ি, চিকেড়, শামুকখোলা, বালুহাঁস, বক, কায়েম হাঁসপাখি, শালিখ, দোয়েল, ময়না, মাছরাংগা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি ও চড়ঁ–ইসহ বিভিন্ন প্রজাতির পাখির কিচির-মিচির শব্দে এলাকা মুখরিত হয়ে উঠে। পাখিগুলো এখানে ডিম পাড়তো ও বাচ্চা ফুটাতো।
তিনি আরো জানান, বর্তমানে দেশের এ কৃষি পর্যটন কেন্দ্রটি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সকাল হলে পাখিগুলো খাবারের সন্ধানে দূর-দূরান্তে বেড়িয়ে পড়ে। বিকেল ও সন্ধ্যায় পাখিগুলো ফিরে আসে। এ দৃশ্য দেখার জন্য পাখি প্রেমিক ও পর্যটকরা নিয়মিত এখানে এসে ভিড় করতো। ২০০৪ সাল থেকে প্রতি বছরই শীত মৌসুমসহ বছরের অধিকাংশ সময় বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত হয় এই পার্কটি। পাখির জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করায় একযুগ আগে থেকেই এলাকাটি পাখির গ্রাম নামে পরিচিত।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad