মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে অভিযান চালিয়ে ৩শত কেজি পলিথিনসহ ১ জনকে আটক করেছে র্যাব-৮। আজ রবিবার সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী একটি পরিবহন থেকে এ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় মানিক হাওলাদার (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব।
র্যাব অফিস সূত্রে জানা গেছে, বরিবার সন্ধ্যায় মস্তফাপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে বরিশালগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩ শত কেজি পলিথিন উদ্ধার করে র্যাব। এ সময় পরিবহনের সুপারভাইজার মোঃ মানিক হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন আটককৃত ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
মাদারীপুর র্যাব এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, পরিবহনে করে পলিথিন বহন করা হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে র্যাব ৩ শত কেজি পলিথিনসহ গাড়িটির সুপারভাইজারকে আটক করে। আটককৃত ব্যক্তি বরিশালের উজিরপুর উপজেলার কালিহোতা গ্রামের মো. হায়দার আলীর ছেলে। তাকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment