টঙ্গীর তুরাগ তীরে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। এ পর্বের দ্বিতীয় দিন সোমবার ও আখেরি মোনাজাতের দিন ময়দানের বয়ান নিয়ে গতকাল রাত ১০টায় নিজামুদ্দিন মারকাজের মুরব্বি ও চলতি ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ-এর জিম্মাদারিতে মাশোয়ারা হয়েছে।
মাশোয়ারায় সোম ও মঙ্গলবারের বিভিন্ন বয়ানের ব্যাপারে ফয়সালা হয়েছে। আর তাহলো-
- আরবি ত্বোলাবা বয়ান : মুফতী রিয়াছত ও মালানা ফারহান, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মুয়াজ বিন নূর।
আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুরের আগেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দিল্লির নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment