রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মিরপুর থানার ওসি দাদন ফকির জানান সোমবার সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার মডার্ন উড ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নুরুল ইসলাম শান্ত (৩১) পেশায় একজন মোটর মেকানিক। ওয়ান ব্যাংকের গাড়ির গ্যারেজে কাজ করতেন তিনি। স্ত্রী রেশমা ও দুই বছরের ছেলেকে নিয়ে থাকতেন মগবাজারে এক বাসায়।
মিরপুর থানার ওসি বলেন, তেঁতুলিয়া পরিবহনের একটি বাস শান্তর মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
সেখান থেকে তাকে উদ্ধার করে শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তর ভায়রা জাহাঙ্গীর আলম হাসপাতালেসংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে মনিপুরি পাড়ায় কর্মস্থলে যান শান্ত। সেখান থেকে মোটরসাইকেলের কাগজপত্রের কাজে মিরপুরে বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
দুর্ঘটনার জন্য দায়ী তেঁতুলিয়া বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭৩৫৩) এবং চালক সাইফুলকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ওসি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment