গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরের একটি বাজারে আগুন লেগে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৯ মার্চ) ভোরে বাটিকামারী বাজারে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাজীব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের দিলীপ কুমারের শাড়ি-কাপড়ের দোকানে আগুন লাগে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে, চারটি শাড়ি-কাপড়ের দোকান, দুটি ওষুধের দোকান ও তিনটি মোবাইলের ফোনের দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিনঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। অগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment