মাদারীপুর র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, October 3, 2019

মাদারীপুর র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Responsive Ads Here
c.2
মাদারীপুর র‌্যাব ৮ অভিযান চালিয়ে অপু শীল(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন তুলাশার সাকিনস্থ কালেক্টরেট স্কুল প্রাঙ্গন এলাকায় অভিযান পরিচালনা করে অপু শীল(২২) কে আটক করে। আটককৃত অপু ওই এলাকার মৃত জয়রাম শীলের ছেলে।
এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১টি সীমকার্ড ও মাদক বিক্রিত নগদ ৪০০/-টাকা উদ্ধার করেন।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
 সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad