মাদারীপুর প্রতিনিধিঃ ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদক রুবেল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ।
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত হন মাদারীপুরের ৪ জন। তারা হলেন- কালকিনির রামারপুলের শ্রমিক লীগ নেতা নাসির সরদার, একই উপজেলার ক্রোকিচর গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক আহাম্মেদ সেন্টু, রাজৈর উপজেলার চাঁনপট্টির যুবলীগ নেতা লিটন মুন্সী ও একই উপজেলার মহিষমারী গ্রামের সুফিয়া বেগম।
এছাড়া আহত হন মাদারীপুরের কালকিনির কৃষ্ণনগরের কবির হোসেন, কালকিনির ঝাউতলার সাইদুল হক সরদার, কালকিনির বিভাগদী গ্রামের হালান হাওলাদার ও সদর উপজেলার রামকৃষ্ণ মণ্ডল ও মো. হুমায়ন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment